ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে

ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে।’

বুধবার পুরান ঢাকার নাজিরাবাজার কাজী আলাউদ্দিন রোড ও সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হাজীর বিরিয়ানি, বাখরখানি, ও মাঠার স্বাদ গ্রহণ করেন।

পরে তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট এলাকাবাসীর মাঝে বিতরণ করেন।

রবার্ট মিলার বলেন, ‘বাংলাদেশে আমাদের ছোট্ট একটা অফিস আছে, যেখানে বাংলাদেশে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। সেই সঙ্গে ঢাকা সিটির উন্নয়নে এবং মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা নিয়েও কাজ করে।’

এ সময় মেয়র সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের বাংলাদেশ কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অফিস আছে, সেখান থেকে ডেঙ্গু প্রতিরোধে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমাদের।’

এ সময় ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/আসাদ/হাকিম মাহি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top